ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো স্পন্সর নাইট অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:১০  
আগামী ১৪ অক্টোবর থেকে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু্ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশীয় প্রযুক্তি পণ্য ও সেবার প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’। তিন দিনব্যাপি এই উদ্বোধন করবেন প্রদর্শনী প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের নিয়ে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে হয়ে গেলো ‘স্পন্সর নাইট’ শীর্ষক মিলন মেলা। ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। অনুষ্ঠানে আইসিটি ডিভিশনের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল হক, আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক মুজিবল হক বিসিএস এর মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন, পরিচালক ইঞ্জি. সুব্রত সরকারসহ আইসিটি ডিভিশন, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, বাক্য, ই-ক্যাব এর নেতৃবৃন্দ, বিসিএস এর সদস্যবৃন্দ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমদানি ও বিপণন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।